ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চলন্ত ট্রেনের ৪টি বগি বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৮:০৮ পিএম, ১০ মে ২০১৫

সিলেটমুখী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের পিছনের চারটি বগি বিচ্ছিন্ন হয়েও থেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ট্রেনের শত শত যাত্রী।

রোববার সন্ধ্যা সোয়া ছ’টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা থেকে সিলেটমুখী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের পিছনের চারটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। ছুটে যাওয়া চারটি বগি শ্রীমঙ্গল রেলওয়ে গেইট এলাকায় থেমে গেলে দুর্ঘটনা থেকে রক্ষা পায় বিচ্ছিন্ন বগির যাত্রীরা।

ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেট অভিমুখী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা সোয়া ৬টায় শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসে। শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে ট্রেনটি কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় প্রবেশকালে আকস্মিকভাবে বগির সংযুক্তি থেকে ছিটকে পিছনের চারটি বগি ছুটে যায়। ছুটে যাওয়া চারটি বগি প্রায় ৩ কিলোমিটার পিছনের দিকে এসে শ্রীমঙ্গল স্টেশন সংলগ্ন রেল গেইট এলাকায় থেমে যায়। লোকমুখে শুনে রেল ক্রসিংয়ের গেটটি বন্ধ করে দিলে শাপলাবাগ এলাকায় ট্রেনটি এসে থেমে যায়। ট্রেনের যাত্রীদের চিৎকার শুনে ও ট্রেনের ইঞ্জিনের চালক বিষয়টি বুঝতে পেরে আবার পিছনের দিকে ফিরে শ্রীমঙ্গল স্টেশনে আসেন। রাত ৯টায় প্রায় তিন ঘণ্টা পর আবারো ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার রুস্তুম আলী ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ছুটে যাওয়া চারটি বগি ধীরে ধীরে পিছনের দিকে এসে একটি স্থানে থেমে গেছে বলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।’

তিনি আরো বলেন, ‘দুটি বগির সংযুক্তিস্থল থেকে কীভাবে চারটি বগি ছুটে গেছে তাৎক্ষণিকভাবে তা বোঝা যায়নি। তবে তদন্তক্রমে জানা যাবে।’

রেলওয়ের পরিদর্শক আতাউর রহমান দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, ‘তিন ঘণ্টা পর ঢাকা-চট্রগ্রাম-সিলেট রোডে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’

এসআরজে