ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাওয়ায় সাতটি ফেরি চলাচল বন্ধ, যানজট

প্রকাশিত: ১০:১৩ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৪

মাওয়ায় পদ্মার ভাঙ্গনে ৩ নম্বর ঘাট বিলীন হওয়ায় রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। এখন দুটি ঘাট দিয়ে কম ধারণ ক্ষমতার মাত্র ৯টি ফেরি দিয়ে মাওয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস সচল রাখা হয়েছে। তবে তীব্র স্রোতে ফেরিগুলো স্বাভাবিক চলতে পারছে না।

জানা যায়, তিনটি রো রো ফেরিসহ মোট সাতটি ফেরি বন্ধ রয়েছে। তাই দু’পাড়ে ৫শ’ যান পারাপারের অপেক্ষায় রয়েছে। টানা ১৫ দিন ধরে এখানে ফেরি সার্ভিস চলাচল বিঘ্নিত হচ্ছে। দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের দুভোগএখন চরম আকার ধারণ করেছে।

ডাম্প ফেরি (টানা ফেরি) রায়পুরা, রানীক্ষেত, থোবাল, টাপলু, লেন্টিং এবং কে-টাইপ ফেরি করবী, কেতুকী, কাকলী ও মিডিয়াম ফেরি ফরিদপুর সকাল থেকে যান পারপার করছে। তবে রাতে চলাচল করেছে শুধু কে-টাইপ ৩টি ফেরি।

এদিকে গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে মাওয়া লঞ্চঘাটের ৫০ বর্গফুট এলাকায় সাতটি দোকান ও ৩ নম্বর রো রো ফেরিঘাটের একটি র‌্যামসহ একাংশ পদ্মায় তলিয়ে যায়। তাই একটি অংশ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে লঞ্চ সার্ভিস সচল রাখা হয়েছে। হুমকির মুখে পড়েছে স্পিডবোটঘাটসহ গোটা মাওয়া ফেরিঘাট।

মাওয়া বিআইডব্লিউটিসির ম্যানেজার সিরাজুল হক বলেন, ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ঘাটটি অন্যত্র স্থান্তরের জায়গাও পাওয়া যাচ্ছে না। তবে আলোচনা চলছে মাওয়া পুরনো ঘাট বা পুরনো ৩ নম্বর ঘাটের কাছে স্থানান্তর করা যায় কিনা। পদ্মায় পানি কমতে শুরু করেছে। তবে ক্রমাগত ভাঙ্গনের কারণে সমস্যা হচ্ছে। বাসস