ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় এক ব্যক্তিকে গণপিটুনি

প্রকাশিত: ০২:২৮ পিএম, ২৬ মে ২০১৭

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় গফফার হাওলাদার (৪৫) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

আটক গফফার হাওলাদার উপজেলার কেচি চালিতাবুনিয়া গ্রামের মৃত মোসলেম আলী হাওলাদারের ছেলে। বৃহস্পতিবার রাতে উপজেলার সন্ন্যাসী বাজার চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

মোরেলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে নাশকতার পরিকল্পনা করছিল এমন সময় স্থানীয় জনগণ গফফারকে গণপিটুনি দিয়ে সন্ন্যাসী পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।

তিনি আরও জানান, আটক গফফার হাওলাদারের বিরুদ্ধে নির্বাচনী কেন্দ্র অগ্নিসংযোগসহ সরকার বিরোধী একাধিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

স্থানীয় খাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবুল খায়ের হাওলাদার জানান, আটক গফফার হাওলাদার দীর্ঘদিন যাবৎ সরকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সর্বশেষ বৃহস্পতিবার বিভিন্নভাবে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে রাতে নাশকতার পরিকল্পনা করছিল। এ সময় স্থানীয় জনগণ তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।

শওকত আলী বাবু/এমএএস/পিআর