ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০৭ মে ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে জান্নাতুল ফেরদৌস পিংকি নামে (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কসবা উপজেলার আকসিনা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। পিংকি কসবা উপজেলার আকসিনা গ্রামের আবদুল আওয়ালের মেয়ে। সে কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪টা থেকে কসবা উপজেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ে উপজেলার বেশ কয়েকটি গ্রামে অসংখ্য গাছ-পালা ভেঙে যায়। পরে বিকেল ৫টার দিকে পিংকি স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় আকসিনা এলাকায় বজ্রপাতে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে ঝড়ের কারণে গাছ-পালা ভেঙে বৈদ্যুতিক তারের উপর পড়ায় বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নিহত পিংকির পরিবারকে জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে নগদ ১০ হাজার টাকা দেয়া হয়েছে।

আজিুল আলম সঞ্চয়/এমজেড/আরআইপি