ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৭

প্রকাশিত: ১১:৪৮ এএম, ০৫ মে ২০১৫

রাজশাহীর তানোরে জমি নিয়ে বিরোধের জের  ধরে সংঘর্ষে নারীসহ ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে তানোর পৌর এলাকার গোল্লাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মাহাবুর মন্ডল ওরুফে ফটিককে (২৮) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, তানোর স্বাস্থ্য কেন্দ্রে আহত অবস্থায় ফটিকের স্ত্রী ফাতেমা বেগম (২৪), লাল চান মন্ডল (৩২), সোনা মন্ডল (৫৮), তার স্ত্রী হারেছা বেগম (৩২), মমেনা বেগম (৪৫), ছোরাপ মন্ডলকে (৫০) ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, উপজেলার গোল্লাপাড়া ইউনিয়নের মাহাবুর মন্ডল ওরুফে ফটিকের সঙ্গে একই এলাকার সোনা মন্ডলের জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে আজ দুপুরে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এসময় সোনা মন্ডলের লোকজন ফটিকের পরিবারের সদস্যদের এলোপাতাড়িভাবে লাঠি দিয়ে মারপিট করে। এসময় ঘটনাস্থলে ফটিক গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা প্রথমে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তানোর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের ৭জন আহত হয়েছে।

তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। উভয়পক্ষের কাছ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাহরিয়ার অনতু/এমএএস/আরআই