নড়াইলে বেকারী প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
নিন্মমানের উপকরণসহ মেয়াদোত্তীর্ণ পঁচা ও নষ্ট বিস্কুট দিয়ে পুনরায় বিস্কুট, কেকসহ অন্যান্য বেকারী সামগ্রী তৈরির অপরাধে নড়াইল শহরের ডুমুরতলায় আল্লাহরদান বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বাবলূ ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
তিনি জানান, বেকারীতে মেয়াদোর্ত্তীণ নষ্ট পঁচা বিস্কুট এবং নিন্মমানের পণ্য দ্রব্যাদি দ্বারা কেক, বিস্কুট ইত্যাদি তৈরি হচ্ছে। বেকারীর পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকরসহ বিভিন্ন অভিযোগে বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ ২০০৫ এর ১৪(খ) ও ২৩ ধারায় এ জরিমানা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট। বেকারী পরিবেশ ভালো করার জন্য তাকে ১৫ দিনের সময় নির্ধারণ করা করে দেয়া হয়েছে।
এমএএস/আরআইপি