ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দাউদকান্দিতে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলনে হামলা

প্রকাশিত: ১২:৪৩ পিএম, ০৪ মে ২০১৫

কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলনে স্থানীয় এমপি সমর্থকরা হামলা চালিয়েছে। এ ঘটনায় সাংবাদিকসহ ১২জন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলা সদরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হামলায় আহত উপজেলা চেয়ারম্যান প্রার্থী বশিরুল আলম মিয়াজী জানান, রোববার সন্ধ্যায় উপজেলা আ’লীগের নতুন কমিটি ঘোষণার পর সোমবার দুপুরে উপজেলা নির্বাচনে দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তার নাম ঘোষণার জন্য সদ্য ঘোষিত কমিটি উপজেলার গৌরীপুর এলাকায় আ’লীগ কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়ার ছেলে ও চেয়ারম্যান প্রার্থী মেজর (অব:) মোহাম্মদ আলীর সমর্থকরা সংবাদ সম্মেলনে এসে অতর্কিত হামলা চালায়।

এতে আইনজীবী, দলীয় নেতাকর্মী, সাংবাদিকসহ সম্মেলনে উপস্থিত চেয়ারম্যান প্রার্থী বশিরুল আলম মিয়াজী, আ’লীগ নেতা ব্যারিস্টার নাইম হাছান, মানবকণ্ঠের সাংবাদিক শহিদুল্লাহ সাদা, আ.ছালামসহ ১২ জন আহত হয়েছেন।

তবে হামলার বিষয়টি অস্বীকার করে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালাম বলেন, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আ’লীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করেও স্থানীয় সাংসদের বক্তব্য জানা যায়নি।  

উল্লেখ্য,আগামী ১২ মে দাউদকান্দি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

মো.কামাল উদ্দিন/এসএস/আরআইপি