ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কাশিয়ানীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ০৮:০৫ এএম, ০৪ মে ২০১৫

গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার রাতে কাশিয়ানী থানা পুলিশ উপজেলার ভাটিয়াপাড়া মোড় থেকে তাদের আটক করে।

আটকরা হলেন, কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের আফজাল মোল্লার ছেলে রফিকুল ইসলাম মোল্লা (৩০) ও ঠাণ্ডু খানের ছেলে ফারুক খান ওরফে জুয়েল (৩২)।

জানা গেছে, ক্রেতা সেজে পুলিশ রোববার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড় থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছে থাকা ৪’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে আটকদের জেল হাজতে পাঠানো হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গোপান সংবাদের ভিত্তিতে পুলিশ ক্রেতা সেজে ৪শ’ পিচ ইয়াবাসহ এদের হাতে-নাতে ধরে ফেলে। এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।

এস এম হুমায়ূন কবীর/এসএস/আরআইপি