ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে জঙ্গি-সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে আটক ৪

প্রকাশিত: ০২:০২ পিএম, ০৬ মে ২০১৭

জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস নির্মূলের বিশেষ অভিযানে গাঁজা, ইয়াবা, চাপাতিসহ চারচারকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনের জয়দেবপুর থানার ভোগড়া ফাঁড়ি এলাকায় ৮টি ওয়ার্ডে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় এলাকাবাসীর কাছে পুলিশ জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানের শুরুর আগে দুপুরে জেলা পুলিশ লাইনে অভিযানে অংশ নেয়া পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিফিং দেন গাজীপুর অতিরিক্তি পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, এসব এলাকার যেসব বাড়িতে বাড়ির মালিকরা থাকেন না সেখানে কারা, কোন ভাড়াটে কতদিন ধরে অবস্থান করছেন, তাদের পেশাই বা কি, পুলিশ বাড়ি বাড়ি গিয়ে এসব তথ্য নিচ্ছে।

এছাড়া অভিযানের সময় বাড়ির মালিকদের সন্ত্রাসী ও জঙ্গিদের বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে লিফলেট এবং ভাড়াটেদের তথ্য ফরম বিতরণ করেন। এ অভিযান পর্যায়ক্রমে পুরো জেলায় অব্যাহত থাকবে।

পুলিশ সুপারের কার্যালয়ের বিশেষ শাখার ইন্সপেক্টর মো. মুমিনুল ইসলাম (ডিআই-২) জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের জয়দেবপুর থানার ভোগড়া ফাঁড়ি এলাকার ৮টি ওয়ার্ড এলাকাকে ৪৮ ভাগে বিভক্ত করে একযোগে এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে ৫ শতাধিক পুলিশ পুলিশ অংশ নিচ্ছেন। অভিযান ২ কেজি গাঁজা, ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ছোরা ও একটি চাপাতিসহ চারজনকে আটক করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এএম