শতভাগ স্বচ্ছতা নিয়ে জঙ্গিবাদ দমন হচ্ছে : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, দেশে জঙ্গিবাদ দমন নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। শতভাগ স্বচ্ছতা নিয়েই জঙ্গিবাদ দমন করা হচ্ছে। প্রতিটি অভিযানের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দেয়া হয়।
শনিবার বিকেল ৪টার দিকে ব্রাহ্মণাবড়িয়া জেলা পুলিশ লাইনে আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।
এ কে এম শহীদুল হক বলেন, জঙ্গিদের আত্মীয়-স্বজনদের মাধ্যমেও তাদের আত্মসমর্পণের প্রস্তাব দেয়া হয়। কিন্তু জঙ্গিরা যখন আত্মসমর্পণ না করে নিজেরা আত্মঘাতী হয়ে পুলিশের ওপর আক্রমণ করে। তখন বাধ্য হয়েই পুলিশকে পাল্টা আক্রমণ করতে হয়।
তিনি বলেন, দেশে জঙ্গিবাদের ব্যাপকতা রয়েছে। জঙ্গিবাদ দমনে জাতীয় পর্যায়ে নতুন আরও একটি ইউনিট করা হচ্ছে। পশাপাশি জেলা পর্যায়েও জঙ্গিবাদ দমনে কাউন্টার টেররিজম ইউনিট হচ্ছে।
হেফাজতের তাণ্ডবের মামলাগুলোর অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে আইজিপি বলেন, সব মামলারই তদন্ত চলছে। এসব মামলায় অনেকেই জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে সাক্ষ-প্রমাণ সংগ্রহ করতে একটু সময় লাগছে। তবে কবে নাগাদ মামলাগুলোর অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হবে সেটি এখনই বলা যাচ্ছে না।
এ সময় আইজিপির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম