কিশোরীকে পতিতাবৃত্তি করায় ২ নারীকে কারাদণ্ড
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরীকে জোড় করে পতিতাবৃত্তি করার অভিযোগে ২ নারীকে পৃথক মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় কর্তব্য কাজে বাধা দেয়ায় শাকিলা নামে এক হিজড়া এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
রোববার সকালে ফতুল্লার সস্তাপুরে অবস্থিত নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউএনও গাউছুল আজম এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝুমুর বেগম (৩০) ও তাসলিমা (২৮)। এদের মধ্যে ঝুমুরকে এক বছরের ও তাসলিমাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
ইউএনও গাউছুল আজম জানান, ফতুল্লার ১৪ বছরের এক কিশোরীকে চায়ের সাথে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে অচেতন করে প্রথমে পতিতাবৃত্তি করায় তাসলিমা। পরে তাসলিমার কাছ থেকে ঝুমু ভালো বেতনে গার্মেন্টে কাজ দেয়ার প্রলোভন দেখিয়ে কিশোরীকে তার বাসায় নিয়ে আসেন। পরে ঝুমুরও তার বাসায় কিশোরীকে আটক রেখে জোড়পূর্বক কক্সবাজারসহ বিভিন্নস্থানে পাঠিয়ে পতিতাবৃত্তি করায়। রোববার ভোরে ঝুমুরের বাসা থেকে পালিয়ে যাওয়ার সময় ওই কিশোরীকে তারা ধাওয়া করে আটকের চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন ঝুমুর বেগমকে আটক ও কিশোরীকে উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। পরে ঘটনার বিস্তারিত জেনে প্রমাণ পাওয়ায় উল্লেখিত অভিযুক্তদের কারাদণ্ড দেয়া হয়।
এমএএস/আরআই