ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাঙ্গামাটিতে ধর্ষণ মামলার অভিযুক্ত আসামি গ্রেফতার

প্রকাশিত: ১০:২৬ এএম, ০৩ মে ২০১৫

রাঙ্গামাটিতে ধর্ষণ মামলার অভিযুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি মো. মামুন আলম (২৫) শহরের তবলছড়ির ওয়াপদা কলোনির বাসিন্দা মো. সিরাজ মিয়ার ছেলে। রোববার সকাল ১১টার দিকে শহরের তবলছড়ির ওমদামিয়া পাহাড় নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানিয়েছেন, মামলার ২ আসামির মধ্যে অপর আসামি মানিককেও গ্রেফতারের চেষ্টা চলছে। সে এখন পলাতক।

মামলা ও ঘটনার সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল দুপুরের দিকে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে তবলছড়ির ওমদামিয়া পাহাড় এলাকা থেকে নৌকাযোগে ডিসি বাংলোর নির্জন এলাকায় নিয়ে গ্রেফতারকৃত আসামি মামুন আলম ও তার সহযোগী মানিক জোরপূর্বক ধর্ষণ করে ফেলে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা ও মেডিকেল টেস্ট করান। এতে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়।

এ ব্যাপারে ঘটনার দিন ধর্ষিতার বাবা মোবারক হোসেন বাদী হয়ে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় মামুন আলম ও মানিককে আসামি করে শিশু ও নারী নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মোকাদ্দেস আলী জাগো নিউজকে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৭/৯ এর ১/৩০ এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধিত ২০০৯)৫৭/২ ধারায় রেকর্ডভুক্ত এজাহারে প্রধান আসামি মামুনকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, ধর্ষণের সময় ভিডিও চিত্র ধারণ করে পরে তা ফেসবুকে ছেড়ে দেয় ধর্ষকরা। ওই ভিডিও চিত্র দেখে আসামিদের চিহ্নিত করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে রোববার মামুনকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিম শহরের বিজিবি শহীদ আবদুর রউফ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। গ্রেফতারকৃত মামুনকে রিমান্ডে নেয়ার জন্য আদালতে আবেদন জানানো হবে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার অভিযোগ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত আসামি মামুন।

সুশীল চাকমা/এমজেড/আরআই