রূপপুর প্রকল্প পরিদর্শনে দুই মন্ত্রী
দেশের অন্যতম বৃহৎ প্রকল্প ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পে বালু ভরাট করা নিয়ে সৃষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ডের পর প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন সরকারের দুই মন্ত্রী।
রোববার বিকেলে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ড. ইয়াফেস ওসমান রূপপুর প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এসব নিয়ে কথা বলেন দুই মন্ত্রী। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, বাংলাদেশের প্রত্যেকটি বড় বড় প্রকল্পে স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে কিছু না কিছু ঘটনা ঘটে। রূপপুর প্রকল্পেও কয়েকদিন আগে স্থানীয়দের সঙ্গে ‘সামান্য ঘটনা’ ঘটেছে।
তিনি বলেন, আমরা এমন কিছু অন্যায় করিনি যে, আপনাদের কাছে লুকাবো। পদ্মাসেতুর মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন হলে আমরা বাংলাদেশকে নিয়ে অনেক দূর এগিয়ে যাবো। সেদিন আর খুব বেশি দূরে নয়।
জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচতে হলে এ ধরনের প্রকল্পের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলে উল্লেখ করে প্রযুক্তিমন্ত্রী ড. ইয়াফেস ওসমান রূপপুর প্রকল্পে বালুভরাট নিয়ে সৃষ্ট ঘটনা সম্পর্কে বলেন, ইতোমধ্যে এই সামান্য ঘটনার সমাধান হয়ে গেছে। রূপপুর প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানার জন্য আগামী জুন মাসের মধ্যে প্রকল্প এলাকায় একটি ইনফরমেশন সেন্টার স্থাপন করা হবে।
এ সময় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম, পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো, পাবনার পুলিশ সুপার জিহাদুল কবীর, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল মাহমুদ, রূপপুর প্রকল্পের প্রকল্প পরিচালক শওকত আকবর, প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুসসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আলাউদ্দিন আহমেদ/এএম/পিআর