ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তরুণ প্রজন্ম ডিজিটাল বাংলাদেশ গড়বে : পলক

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৫০ পিএম, ২৯ এপ্রিল ২০১৭

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকার আইসিটি শিক্ষা বাধ্যতামূলক করেছে। তরুণ প্রজন্মকে প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত করে গড় তুলতে আইসিটি বিভাগ নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তরুণ প্রজন্ম প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত হয়ে ডিজিটাল বাংলাদেশ গড়বে।

শনিবার সকালে উপজেলার লালোর উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, একজন সচেতন মা-ই তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে। সন্তানরা কখন কী করছে, কার সঙ্গে মিশছে- সে বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। তাদের ভালো ও মন্দের পার্থক্য সম্পর্কে ধারণা দিতে হবে। এ সময় তিনি অভিভাবকদের বাল্যবিবাহ না দেয়ার শপথ করান।

জুনাইদ আহমেদ পলক বলেন, নাটোরের সিংড়ায় ১৫৪ কোটি টাকা ব্যায়ে আইটি পার্ক অনুমোদন দিয়েছে সরকার। ২০১৮ সালের মধ্যে নাটোরসহ সারাদেশকে শতভাগ বিদ্যুতের আওতায় আনার লক্ষ্যে কাজ করছে জননেত্রী শেখ হাসিনা। কারণ বিদ্যুৎ না থাকলে ডিজিটালের সুফল পাওয়া যাবে না। সারাদেশকে শতভাগ বিদ্যুতের আওতায় আনতে নিরলসভাবে কাজ করছে সরকার।

সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম সফিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম প্রমুখ বক্তব্য দেন।

রেজাউল করিম রেজা/আরএআর/জেআইএম