সব ডিম ভেঙে শুয়ে আছে খামারি
রাজশাহীতে মহাসড়কে কয়েকশ ডিম ভেঙে ডিমের নায্য মূল্য নির্ধারণের দাবি জানিয়েছেন মুরগি খামারিরা। একই সঙ্গে মুরগির বাচ্চা, খাবার ও ওষুধের দাম কমানোরও দাবি জানিয়েছেন তারা।
শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ বাইপাস মহাসড়কের মোসলেমের মোড় অবরোধ করে ডিম ভাঙেন এলাকার কয়েকশ খামারি।
এর আগে সেখানে মানবনবন্ধন ও সমাবেশ করেন তারা। রাজশাহী পোল্ট্রি, ফিস ও ক্যাটেল ফিড ডিলার অ্যাসোসিয়েশনের (আরপিডিএ) ব্যানারে এ আয়োজন করা হয়।
আরপিডিএর সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনটির উপদেষ্টা বেলাল উদ্দিন, রহমত আলী, মোহাম্মদ আলী, রাকিব উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, কোষাধ্যক্ষ কামাল হোসেন প্রমুখ।
এতে বক্তারা বলেন, প্রতিনিয়ত মুরগির বাচ্চা, খাবার ও ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে। এতে উৎপাদন ব্যয় বেড়েই চলেছে। সেই তুলনায় বাড়েনি ডিমের দাম। ফলে খামারি, ব্যবসায়ী ও শ্রমিকসহেএ পেশায় নিয়োজিত সবাই কমবেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ডিমের নায্য মূল্য নির্ধারণের দাবি জানিয়ে তারা বলেন, একটি ডিমের উৎপাদন খরচ পাঁচ টাকা ৫০ পয়সা। কিন্তু সেই ডিম পাইকারি বিক্রি হচ্ছে ৪ টাকা ৩০ পয়সায়। ব্যাংক ঋণসহ অন্যান্য দায়-দেনা থাকায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা।
ফেরদৌস সিদ্দিকী/এএম/জেআইএম