গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামী রোববার বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নরসিংদীর ঘোড়াশালে ১০৮ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন রিজেন্ট এনার্জি অ্যান্ড পাওয়ার লিমিটেডের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন।
জানা যায়, বিদ্যুৎ কেন্দ্রটি চলতি বছরের ১৬ জুলাই পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু করে জাতীয় গ্রিডে সরবরাহ করছে। সরকারের সঙ্গে আইপিপি চুক্তির আওতায় ২০১২ সালে ১০৮ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে হাবিব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রিজেন্ট এনার্জি অ্যান্ড পাওয়ার লিমিটেড।
বিদ্যুৎকেন্দ্রের অপারেশন ম্যানেজার তারেক সাঈদ বলেন, কেন্দ্রটিতে গ্যাস ভিক্তিক উন্নত প্রযুক্তি ব্যবহারের কারণে ৪০ ভাগ জ্বালানী সাশ্রয় হচ্ছে। বিদ্যুৎকেন্দ্রটিতে আমেরিকার জেনারেল ইলেকট্রনিক্স এর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মুস্তাফা ইসকেন্দার আরিফ জাগো নিউজকে বলেন, বিদ্যুৎ কেন্দ্রটি থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ মাত্র এক টাকা ৯০ পয়সায় পিডিবি ক্রয় করছে। নতুন বিদ্যুৎ কেন্দ্রটি ঢাকাসহ আশপাশের অঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতি উন্নতিতে সহায়ক হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. সুরাইয়া বেগম জাগো নিউজকে বলেন, প্রধানমন্ত্রী আগামী রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘোড়াশালের রিজেন্ট এনার্জি অ্যান্ড পাওয়ার লিমিটেডের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন।
এ উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্ণেল (অব.) নজরুল ইসলাম হীরু (বীর প্রতিক)। এছাড়াও জেলার সংসদ সদস্যবৃন্দ, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা উপস্থিত থাকবেন।
এমজেড/আরআই