না.গঞ্জ মানব পাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভালো চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়া পাঠিয়ে আটক করে মুক্তিপণ দাবি করার অভিযোগে মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় বিভিন্ন লোকদের আটক করে মুক্তিপণের আদায় করা নগদ ৫ লাখ ২০ হাজার টাকাসহ দুটি মোবাইল জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকালে ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ দুপুরে তা নিশ্চিত করেছে।
গ্রেফতাররা হলেন জামালপুর মেলান্দ থানার কোন মালঞ্চ এলাকার আব্দুল জলিলের ছেলে হযরত আলী (৩৮) ও শরিয়তপুরের জাজিরা থানার পশ্চিম সেনচরের দেলোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২২)। তারা ফতুল্লার পাগলা নয়ামাটি কবির সরকারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
এ ঘটনায় গাজীপুর জয়দেবপুর থানার গাছা এলাকার জুলহাসের বাড়ির ভাড়াটিয়া মৃত তোতা মিয়ার ছেলে মিজানুর রহমান বাদী হয়ে গ্রেফতার দুজনসহ চারজনের নাম উল্লেখ করে মামলা করেন।
মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
শাহাদাত হোসেন/এএম/জেআইএম