ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ
কুমিল্লা কন্টেইনারবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে জেলার লাকসাম ও আলীশ্বর স্টেশনের মাঝামাঝি হরিশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লাকসাম রেলওয়ে জংশনের লোকোসেড ইনচার্জ কাজী মো. মিজানুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেন শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে হরিশ্বর এলাকায় একটি বগির দু’টি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। খবর পেয়ে পৌনে ১০টার দিকে লাকসাম রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।
এদিকে কুমিল্লা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. আবু তাহের জানান, এ ঘটনায় সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা স্টেশনে আটকা পড়েছে।
কুমিল্লা রেলস্টেশনের রেলওয়ে প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে রওয়ানা দিয়েছেন। এরই মধ্যে উদ্ধার কাজ শুরু হলেও কখন উদ্ধার কাজ সম্পন্ন হবে তা অবশ্য তিনি নিশ্চিত করতে পারেননি।
এমএএস/পিআর