ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেয়র মান্নানের বিরুদ্ধে চার্জশিট দাখিল

প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ৩০ এপ্রিল ২০১৫

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম.এ মান্নানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করে জয়দেবপুর থানার পুলিশ। বিচারক আগামী ১২ মে মামলার ধার্য দিনে চার্জশিটের শুনানীর জন্য তারিখ নির্ধারণ করেন।

চার্জশিটে মেয়র মান্নান ছাড়াও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনসহ মোট ৪৩ বিএনপির নেতাকর্মীর নাম রয়েছে।
গাজীপুর আদালতেরপিরিদর্শক মো. রবিউল ইসলাম জাগো নিউজকে জানান, গত বছর ২৭ ডিসেম্বর বিএনপির ডাকা হরতাল চলাকালে সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকায় সাংবাদিক বহনকারী একটি মাইক্রেবাস এবং একটি লেগুনা ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় এমএ ফরিদ বাদি হয়ে অধ্যাপক এমএ মান্নান, ফজলুল হক মিলনসহ ৩০ জনের নামে এবং অজ্ঞাত আরো ১৫/২০ বিএনপি নেতাকর্মীর নামে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্তের পর এমএ মান্নান, ফজলুল হক মিলনসহ ৪৩ জনের বিরুদ্ধে চার্জশিট দিলে তা বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা হয়। ওই আদালতের বিচারক বেগম ফারজানা খান নথি পর্যালোচনা করে চার্জশীটটি শুনানীর জন্য মামলার ধার্য দিন আগামী ১২ মে নির্ধারণ করেন।

মেয়র মান্নানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স জাগো নিউজকে জানান, মেয়র মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর, শ্রীপুর ও কালিয়াকৈর থানায় আরো ৫টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ৩টিতে তিনি জামিনে রয়েছেন।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহীবাসে পেট্রলবোমা হামলার মামলায় গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এই অবস্থায় গত ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

এমজেড/পিআর