ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরের বিতর্কিত সেই নেতা বহিষ্কার

প্রকাশিত: ০৮:০৮ এএম, ৩০ এপ্রিল ২০১৫

ফরিদপুরের আলোচিত-সমালোচিত, বিকর্তিক আওয়ামী লীগ নেতা মোকাররম মিয়া বাবুকে অবশেষে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানাগেছে।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সাহেব ছারোয়ার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির বিশেষ সভায় উপস্থিত সকল কর্মকর্তা ও সদস্যদের সর্ব সম্মতিক্রমে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোকাররম মিয়া বাবুকে টেন্ডারবাজী, চাঁদাবাজী, নারী ধর্ষণ ও ভয়ভীতি দেখিয়ে অবৈধ সম্পদ উপার্জন করে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে জেলা আওয়ামী লীগ ও সকল স্তরের সদস্য পদ থেকে বহিস্কারের সিদ্ধান্ত গৃহিত হয়। এ বহিষ্কারাদেশ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের কাছে অনুমোদনের জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।

উল্লেখ্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের প্রতাবশালী নেতা মোকাররম মিয়া বাবু প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এর নাম ব্যবহার করে বিগত ৬ বছরে কোটি কোটি টাকার মালিক বনেছেন। বর্তমানে বিতর্কিত নেতা মোকাররম মিয়া বাবুর বিরুদ্ধে ধর্ষণ ও চাঁদাবাজীসহ ৬টি মামলা হয়েছে। বাবু বর্তমানে ফরিদপুর জেল হাজতে রয়েছেন।

এমএএস/আরআই