ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

২৯টি ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলের জয়

প্রকাশিত: ০১:৫১ পিএম, ২৯ এপ্রিল ২০১৫

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের পাশাপাশি কাউন্সিলর পদেও ৪১টি ওয়ার্ডের মধ্যে ২৯টিতে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলররা জিতেছেন। বিএনপি সমর্থিত কাউন্সিলর জিতেছেন ৫ জন।

বুধবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত নগরীর সাধারণ ৪১টি ওয়ার্ডের মধ্যে ৩৪টির ফল ঘোষিত হয়েছে। একটি ওয়ার্ডে ফল স্থগিত রয়েছে। সংরক্ষিত ১৪টি ওয়ার্ডের মধ্যে ঘোষিত ১৩টি ফলাফলের মধ্যে আওয়ামী লীগ সমর্থকরা জিতেছেন ৯টিতে। দু’টিতে বিএনপি, ১টিতে জামায়াত এবং ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিত তৌফিক আহমদ চৌধুরী (৯৬৬৬ ভোট), ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত মো. সাহেদ ইকবাল বাবু (৮৬৫২), ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কফিল উদ্দিন খান (৮৪৫১) এবং ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত মো. সাইফুদ্দিন খালেদ (১২৪৮৭)।

৫ নম্বর মোহরা ওয়ার্ডে বিএনপি সমর্থিত মো. আজম (৯৩৯২), ৬ নম্বর পূর্ব ষোলশহরে আওয়ামী লীগ সমর্থিত এম আশরাফুল আলম (৭৬৬৮), ৭ নম্বর পশ্চিম ষোলশহরে আওয়ামী লীগ সমর্থিত মোবারক আলী (১৭১০২) এবং ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত মোরশেদুল আলম (১০৩৪৫)।

১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত মোরশেদ আকতার চৌধুরী (১৩৭৪৭), ১২ নম্বর সরাইপাড়ায় আওয়ামী লীগ সমর্থিত সাবের আহম্মেদ (৯৬৩৬), ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত এফ কবির আহমদ মানিক (৯২২৭) এবং ১৫ নম্বর বাগমনিরামে আওয়ামী লীগ সমর্থিত গিয়াস উদ্দিন (১৫৭১১)।

১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত সাইয়েদ গোলাম হায়দার মিন্টু (৬৯০৯), ১৭ নম্বর পশ্চিম বাকলিয়ায় বিএনপি সমর্থিত এ কে এম জাফরুল ইসলাম (১০৫৭২), ১৮ নম্বর পূর্ব বাকলিয়ায় আওয়ামী লীগ সমর্থিত মো. হারুন উর রশিদ (৯৭৮১) ও ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়ায় বিএনপির এয়াছিন চৌধুরী আছু (৫৬৫৭)। ২০ নম্বর দেওয়ানবাজার ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত চৌধুরী হাসান মাহমুদ হাসনী (৭৫৪৩)।

২১ নম্বর জামালখান ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত শৈবাল দাশ সুমন (৬৬৮৭), ২২ নম্বর এনায়েত বাজায় ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত সলিমুল্লাহ বাচ্চু (৬৫৯৬) ও ২৩ নম্বর উত্তর পাটানঠুলী ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত মো. জাবেদ (৮৬৯০)। ২৪ নম্বর উত্তর আগ্রাবাদে আওয়ামী লীগের নাজমুল হক ডিউক (১৩৬৮১)।

২৬ নম্বর উত্তর হালিশহরে বিএনপি সমর্থিত মো. আবুল হাশেম (৭৩১৮), ২৮ নম্বর পাটানঠুলী ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ আবদুল কাদের (১০১৪১), ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত গোলাম মোহাম্মদ জোবায়ের (৬৬২২) ও ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডে মাজহারুল ইসলাম চৌধুরী (৩৬৮৯)।

৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত তারেক সোলায়মান সেলিম (৭৫৪৩), ৩২ নম্বর আন্দরকিল্লায় আওয়ামী লীগ সমর্থিত জহরলাল হাজারী (১০০৭০), ৩৩ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত হাসান মুরাদ বিপ্লব (৪৭৪৬) এবং ৩৪ নম্বর পাথরঘাটায় বিএনপি সমর্থিত মো. ইসমাইল বালি (৫২৩৩)। ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত হাজী নরুল হক (৩৮৬৭)।

৩৬ নম্বর গোসাইলডাঙ্গায় আওয়ামী লীগ সমর্থিত মো. হাবিবুল হক (৫১৬৮), ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত জিয়াউল হক সুমন (২৪৯৮৪), ৪০ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত হাজী মো. জয়নাল আবেদীন (১৩৭৫১) এবং ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গায় আওয়ামী লীগ সমর্থিত ছালেহ আহমদ চৌধুরী (১১৫৪৬)।

সংরক্ষিত নারী আসনের ১ নম্বরে আওয়ামী লীগ সমর্থিত সৈয়দা কাশফিয়া নাহরিন দিশা (৩৬৬৭১), ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের জোবাইরা নার্গিস খান (২৪০২২), ৩ নম্বরে আওয়ামী লীগ সমর্থিত জেসমিন পারভিন জেসি (১৯৩১৩), ৪ নম্বরে আওয়ামী লীগ সমর্থিত আবিদা আজাদ (২২১০৪) ও ৫ নম্বরে বিএনপি সমর্থিত মনোয়ারা বেগম মনি (২৯৮০২)।

৬ নম্বরে জামায়াতে ইসলামী সমর্থিত মোছাম্মৎ ফারজানা পারভিন (৩৩১০৫), ৭ নম্বরে আওয়ামী লীগ সমর্থিত আনজুমান আরা বেগম (১৪৬৪৮), ৮ নম্বরে আওয়ামী লীগ সমর্থিত নিলু নাগ (১৮৭২৫), ৯ নম্বরে আওয়ামী লীগ সমর্থিত ফারহানা জাবেদ (৪২৮৪৫), ১০ নম্বরে বিএনপি সমর্থিত জেসমিনা খানম (২২৩৭০), ১১ নম্বরে স্বতন্ত্র ফেরদৌসি আকবর (১২১৭৭), ১২ নম্বরে আওয়ামী লীগের আফরোজা কালাম (৪১৫৫১) এবং ১৩ নম্বরে আওয়ামী লীগের লুৎফুন্নেছা দোভাষ বেবী (১৯৮৫৪)।

এমএএস/আরআই