ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চালু হচ্ছে রাঙ্গামাটি টেক্সটাইল মিলস

প্রকাশিত: ০৭:১৮ এএম, ২৯ এপ্রিল ২০১৫

দীর্ঘ চৌদ্দ বছর বন্ধ থাকার পর আবার নতুন উদ্যমে চালু হচ্ছে দেশের একমাত্র সরকারি পোশাক শিল্পের সুতা উৎপাদনকারী কারখানা রাঙ্গামাটি টেক্সটাইল মিলস। এতে কর্মস্থল ফিরে পাচ্ছেন স্থানীয় শ্রমজীবী মানুষ। শিগগিরই শুরু হবে উৎপাদনসহ মিলের যাবতীয় কার্যক্রম। মিল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন এ তথ্য ।

এদিকে পুনরায় মিলটি চালু করায় উজ্জীবিত মিলের শ্রমিক, কর্মচারী ও স্থানীয় জনতা। এজন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে সম্প্রতি কাউখালী উপজেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে মিল চত্বরে অনুষ্ঠিত হয়েছে বিশাল শ্রমিক-জনতা সমাবেশ।

শ্রমিক লীগের উপজেলা সভাপতি আবদুর রশীদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, ১৯৯২ সালে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার শ্রমজীবী মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রের নীলনক্শা বাস্তবায়নে মিলটি বন্ধ করে দিয়েছিল। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যাওয়ার পর মিলটি পুনরায় চালু করেন। সেই সময়ে মিলের বকেয়া বিদ্যুৎ বিল মওকুফ করে দেয় সরকার। তখন মিলটি পুনরায় চালুর মাধ্যমে নিজেদের কর্মস্থল ফিরে পেয়েছিলেন মিলের শত শত শ্রমজীবী মানুষ। কিন্তু ২০০১ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় গেলে পুনরায় মিলটি বন্ধ করে দেয়।

দীপংকর তালুকদার আরও বলেন, আগের প্রতিশ্রুতি অনুযায়ী ২০০৮ সালে সরকার গঠন করার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রীর নির্দেশে দীর্ঘদিন বন্ধ থাকা রাঙ্গামাটি টেক্সটাইল মিলটি পুনরায় চালুর উদ্যোগ নিয়েছি। এতে সরকার ভর্তুকি দিয়ে মিলের কর্মহারা শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে দিয়েছে।

জানা যায়, ২০০৮ সালের আগে মিলটি বেসরকারি খাতে ছেড়ে দিতে বিক্রির জন্য টেন্ডার আহবান করা হয়েছিল। পরে শ্রমিকদের দাবিতে তা প্রত্যাহার করে মিলটি পুনরায় চালুর উদ্যোগ নেয় সরকার। শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে মিলটি পুনরায় চালুর নির্দেশ দেয়া হয়। বর্তমানে দ্রুত মিলের যাবতীয় কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। কিছুদিনের মধ্যে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর চালু হবে রাঙ্গামাটি টেক্সটাইল মিলটি।

এসএস/পিআর