ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিপদসীমার উপরে তিস্তার পানি

প্রকাশিত: ১১:০৪ এএম, ২৬ আগস্ট ২০১৪

অবিরাম বর্ষণে ভারতের গজলডোবার গেট খুলে দেওয়ায় ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে মঙ্গলবার সকাল থেকে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে লালমনিরহাট জেলার ৫টি  উপজেলার তিস্তা নদী তীরবর্তী চরাঞ্চলগুলো বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

এদিকে নদী তীরবর্তী এলাকার প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।  তিস্তা ব্যারাজের সব গেট খুলে  দিয়েও পানি নিয়ন্ত্রন করা যাচ্ছে না বলে ডালিয়া কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে। পানি বন্দি পরিবার গুলো বিশুদ্ধ পানি ও খাবার সংকটে ভুগছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুববুর রহমান জানান, মঙ্গলবার সকালে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২৫ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ এতোই বেশী যে ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়েও পানি নিয়ন্ত্রন করা সম্ভব হচ্ছে না।