ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠির শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

প্রকাশিত: ১০:৫৯ এএম, ২৬ আগস্ট ২০১৪

শেরপুর জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠির হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর তহবিলের বিশেষ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ  মো. আতিউর রহমান আতিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিক্ষাবৃত্তি ও অনুদান বিতরন করেন।

এছাড়া হতদরিদ্র তিনজনের মাঝে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ব্যাটারিচালিত ৩ টি ইজিবাইক বিতরণ করা হয়েছে। সদর উপজেলার গারো, কোচ, হাজং, হদি, বর্মন ও ঢালু সম্প্রদায়ের স্কুল ও কলেজ পড়ুয়া ২৮৪ জন শিক্ষার্থীর মাঝে মোট ৩ লাখ টাকা বিতরণ করা হয়।
    
এদিকে, অনুষ্ঠান শুরুর আগে শেরপুর ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডবিউএ)-এর পক্ষ থেকে হুইপ আতিককে সংবর্ধনা দেওয়া হয়েছে।

টিডবিউএ সভাপতি ডেনিশ দুলাল মারাকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতথি’র বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরীন ফারজানা। সংবর্ধনা অনুষ্ঠানে গারো সম্প্রদায়ের ‘বাজু চাইল্ড কর্ণারের’ শিশুরা আচিক ভাষায় আবৃত্তি, ঐতিহবাহী গান, নাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।