ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কাশিমপুর কারাগারে প্রবেশ করেছে দুটি অ্যাম্বুলেন্স

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০১:৩০ পিএম, ১২ এপ্রিল ২০১৭

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে যেকোনো সময় হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান ও তার সহযোগী জঙ্গি শরীফ শাহেদুল বিপুলের ফাঁসি কার্যকর করা হবে। এজন্য কারাগারের অভ্যন্তরে প্রবেশ করেছে দুটি অ্যাম্বুলেন্স।

বুধবার সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে অ্যাম্বুলেন্স দুটি কারাগারে প্রবেশ করে।

এর আগে বিকেল ৪টার দিকে ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম কারাগারে প্রবেশ করেন।

কারা সূত্রে জানা যায়, ফাঁসি কার্যকরের জন্য প্রধান জল্লাদ রাজু ও তার দুই সহযোগীকে বাছাই করা হয়েছে। সহযোগীরা হচ্ছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি শরীফুল ইসলাম ও ইকবাল হোসেন। কাশিমপুর কারা কমপ্লেক্সের ইমাম মাওলানা হেলাল উদ্দিনকে আসামিদের তওবা পড়ানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে। ফাঁসি কার্যকরের জন্য ইতোমধ্যে মহড়া সম্পন্ন হয়েছে।

আমিনুল ইসলাম/এআরএ/এমএস

আরও পড়ুন