শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন রাজশাহীর ৫ নারী
বিভিন্ন ক্যাটাগরিতে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেয়েছেন পাঁচজন নারী। বুধবার রাজশাহী মেডিকেল কলেজের ডা. কায়সার রহমান চৌধুরী মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়।
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে উরসী মাহফিলা ফাতেহা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য শিরীন মাহবুবা, সফল জননী হিসেবে নার্গিস সুলতানা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করায় আয়েসা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় আমিনা বেগমকে সম্মাননা স্মারক হাতে তুলে দেয়া হয়।
শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা স্মারক তুলে দেন মহিলাবিষয়ক অধিদফতরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী।
রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নূর-উর-রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আনোয়ার হাবিব, বিশিষ্ট সমাজসেবী ও নারী নেত্রী শাহীন আকতার রেনী।
বিএ