বঙ্গবন্ধু সেতুতে টোল কালেক্টরদের অবস্থান ধর্মঘট
বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস) দায়িত্ব নেয়ার পর থেকেই নতুন লোকবল নিয়োগ দিয়ে টোল আদায়ের কাজ শুরু করেছে। ফলে ছাঁটাই আতঙ্কে পূর্বে কর্মরত টোল কালেক্টররা বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন।
বিক্ষুব্ধ টোল কালেক্টররা জানান, বঙ্গবন্ধু সেতুতে পূর্বে কর্মরত অর্ধশতাধিক টোল কালেক্টর, টোল সুপারভাইজার, অডিট কর্মকর্তাদের বাদ দিয়ে নতুন কোম্পানি কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস) অদক্ষ লোকবল দিয়ে টোল আদায়ের কাজ করছে। এতে সেতুতে টোল আদায়ে কর্মরত টোল সুপারভাইজার ও কালেক্টরসহ অর্ধশতাধিক লোক তিন ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করেছেন।
বিক্ষোভকারীরা বলেন, আড়াই মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত বকেয়া বেতন পাচ্ছি না। আজ ১৫ দিনের বেতন দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া আমাদের কাজে যেতে দিচ্ছে না। স্বাক্ষরের জন্য হাজিরা খাতাও দেয়া হচ্ছে না। অঘোষিতভাবে আমাদের ছাঁটাইয়ের পাঁয়তারা করছে সিএনএস কোম্পানি। কাজে যোগদান না করতে পারলে সেতু অচল করে দেয়ার হুমকি দেন বিক্ষুব্ধ টোল কালেক্টররা।
এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, বঙ্গবন্ধু সেতু কেপিআই এলাকাভুক্ত। এখানে কোনো সভা-সমাবেশ বা অবস্থান ধর্মঘট করা যাবে না।
তিনি বলেন, ছাঁটাই আতঙ্কে থাকা বিক্ষুব্ধ শ্রমিকদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা আশ্বাস দিলে তারা সেতু এলাকা ত্যাগ করেন।
আরিফ উর রহমান টগর/আরএআর/পিআর