ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সন্দ্বীপে নৌকাডুবি : ৫ জনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০৩ এপ্রিল ২০১৭

চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত পাঁচজন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার সকাল পর্যন্ত ২৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বিকেলে নৌ-বাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান স্থগিত করেছে।

এলাকাবাসী জানায়, চট্টগ্রামের কুমিরাঘাট থেকে ছেড়ে আসা একটি সি-ট্র্যাক রোববার রাতে গুপ্তছড়া ঘাটে নোঙ্গর করলে যাত্রী নামানোর জন্য ছোট আকারের লাল বোট স্টিমারের কাছে যায়। এসময় প্রচণ্ড ঢেউয়ে সি-ট্র্যাক এবং লাল বোটের সংঘর্ষে বোটটি প্রায় ৩০-৩৫ জন যাত্রীসহ ডুবে যায়। কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অধিকাংশ যাত্রী স্রোতে ভেসে যান।

সন্দ্বীপ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম জানান, এ ঘটনায় রোববার গভীর রাতে সন্দ্বীপে মগধরা ঘাটের কাছে তিনজনের মরদেহ পাওয়া যায়। সোমবার সকালে সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া ঘাটের কাছে ভেসে ওঠে আরও দুইজনের মরদেহ। ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা হয়েছে।

এআরএ/এমএস