ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ডাকাতদের ধরতে র‌্যাবের তল্লাশি চলছে

প্রকাশিত: ০১:২৪ পিএম, ২১ এপ্রিল ২০১৫

সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখায় ডাকাতির ঘটনায় তদন্তে ঘটনাস্থলে গেছে র‌্যাব-১ এর একটি দল। ডাকাতরা সাভার থেকে যেন বের হতে না পারে এজন্য বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে র‌্যাব।

এর আগে মঙ্গলবার দুপুরে গুলি করে ও বোমা ফাটিয়ে আশুলিয়ায় ব্যাংকে ডাকাতির চেষ্টা করে একদল ‘দুর্বৃত্ত’। এ ঘটনায় দুই ডাকাত ও বাংকের ম্যানেজারসহ আটজন নিহত হয়েছেন।

র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার (সিও) তুহিন মোহাম্মদ মাসুদ জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। ডাকাতদের ধরতে অভিযান চলছে।’

র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জাগো নিউজকে জানান, ‘র‍্যাবের টিম ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহসহ অন্যান্য প্রয়োজনীয় কাজ করছে। শিগগিরই তাদের আটক করে আইনে সোপর্দ করা হবে।’

এআর/বিএ/আরআই