ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাড়ে ৬ লাখ টাকার মদ ও ফেনসিডিল আটক

প্রকাশিত: ১১:৫৭ এএম, ২১ এপ্রিল ২০১৫

চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩০০ বোতল মদ, ৪০০ বোতল ফেনসিডিল ও ২৯০০ পিস ঘড়ির ব্যাটারি আটক করেছে।

তবে বিজিবি সদস্যরা এসময় কাউকে আটক করতে পারেনি। আটক করা মদ, ফেনসিডিল ও ঘড়ির ব্যাটারির আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত এসব মাদকদ্রব্যগুলো বিজিবি আটক করে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক এসএম মনিরুজ্জামান বিজিবিএম জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অত্র বিজিবির অধিনস্থ জীবননগর হালদারপাড়া, শিংনগর হাইস্কুল মাঠ, মানিকপুর মাঠ, মাধবখালী মাঠ ও দামুড়হুদার চাকুলিয়া মাঠে বিজিবি সদস্যরা চোরাচালান ও মাদক বিরোধী পৃথক পৃথক অভিযান চালান। এসময় তারা ৩০০ বোতল মদ, ৪০০ বোতল ফেনসিডিল ও ২ হাজার ৯০০ পিস ঘড়ির ব্যাটারি আটক করে। এগুলোর বাজার মূল্য প্রায় সাড়ে ৬ লাখ টাকা।

আটক করা এসব মাদক ও ঘড়ির ব্যাটারি জেলা মাদকদ্রব্য অফিস ও কাস্টমসে জমা দেয়া হয়েছে।

এমজেড/এমএএস/আরআইপি