ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সন্তোষ প্রকাশ করলেন রাশিয়ান এক্সপোর্টের প্রেসিডেন্ট!

প্রকাশিত: ১০:২৬ এএম, ২০ এপ্রিল ২০১৫

রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের কাজের অগ্রগতি প্রদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন রাশিয়ান ফেডারেশনের এ্যাটমষ্ট্রয় এক্সপোর্টের প্রেসিডেন্ট নিমারেনকো ভ্যালোরী।

রাশিয়ান সরকারের তত্ত্বাবধানে বিশ্বের সকল আণবিক প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এ্যাটমষ্ট্রয় এক্সপোর্টের উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদল সোমবার পাবনার ঈশ্বরদীতে রূপপুর প্রকল্পের সামগ্রিক কার্যক্রমের খুঁটিনাটি পরিদর্শন, কর্মরত রাশিয়ান এবং বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

এসময় এ্যাটমষ্ট্রয় এক্সপোর্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লয়েল ম্যাক্সিম, রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজেন্ডার এ নিকোলাভসহ রাশিয়া সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্র নাথ সরকার অ্যাটোমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মনিরুল ইসলাম, কমিশনের সদস্য (পরিকল্পনা) আলী জুলকার নাইন প্রমুখ।

এ্যাটমষ্ট্রয় এক্সপোর্টের প্রেসিডেন্ট নিমারেনকো ভ্যালোরী বলেন, এটি বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি। প্রকল্পের কাজের অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, পরমাণু রেডিয়েশন লিক করে যাতে বাইরে না আসে সেজন্য ডাবল লেয়ার তৈরি করা হবে। রূপপুর প্রকল্প সর্বোচ্চ ৯ মাত্রার ভূমিকম্প সহনশীল।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. শওকত আকবর প্রকল্পের কাজের অগ্রগতি প্রসঙ্গে বলেন, টাইম-লাইম অনুযায়ী সকল কাজ সম্পন্ন হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে  নির্ধারিত সময়ের পূর্বেই কাজ শেষ হচ্ছে। এভাবে কাজ চললে ২০২১ সালের মধ্যে জাতীয় গ্রীডে উৎপাদিত পরমাণু বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে তিনি আশা পোষণ করেন।

এমএএস/এমএস