ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে জাল টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

প্রকাশিত: ১২:০৩ পিএম, ২৪ আগস্ট ২০১৪

টাঙ্গাইল শহরের প্যারাডাইসপাড়া থেকে তিন লাখ ৭২ হাজার ৫০০ জাল টাকা, ২ হাজার ভারতীয় রুপি, জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২। রোববার বেলা পৌনে তিনটার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে ৫ তলা একটি ভবনের ৪ তলা থেকে এগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-১২ অতিরিক্ত ডিআইজি জামিল আহম্মেদ বিপিএম জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া থেকে জাল টাকাসহ ইউনুস আলীকে আটক করে র‌্যাব। পরে তার স্বীকারোক্তিতে রোববার দুপুরে টাঙ্গাইল পৌর এলাকার প্যারাডাইসপাড়ায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির কারখানা সন্ধান পান। এ সময় বিল্লাল নামের একজনকে আটক করা হয়।

তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে টাকা তৈরির কারিগর খান মোহাম্মদ ওয়াহেদুজ্জামান মিঠু পালিয়ে গেছেন বলে জানান তিনি।