ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বৈশাখী মেলায় যুবক খুন

প্রকাশিত: ০৭:৩১ এএম, ১৮ এপ্রিল ২০১৫

বাগেরহাট শহরে বৈশাখী মেলার মাঠে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সোহেল (২২) নামের এক যুবক খুন হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে শহরের শালতলাস্থ জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বর মাঠে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গোবরদিয়া গ্রামের আজিজ হাওলাদারের ছেলে। তিনি শালতলার টোলকু সরকারের দোকানের কর্মচারী ছিলেন। পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমান উদ্দিন জানান, রাতে বৈশাখী মেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহেলের সঙ্গে উঠতি বয়সী কয়েকজন ছেলের কথা কাটাকাটি  হয়। এ ঘটনার এক পর্যায়ে তারা সোহেলের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন অপর কিশোরদের আটকের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের ভাই সোহাগ হাওলাদার ও বোন আজমিরা খাতুন জানান, তারা একত্রে মেলা দেখতে যান। পরে দুইজন বাড়িতে ফিরলেও ছোট ভাই সোহেল মেলায় থেকে যা। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সোহেল আহত বলে ফোন আসে। তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন ।

এসএস/বিএ/এমএস