কুসিকে ভোটের টাকা নিয়ে বিরোধে প্রাণ গেল ব্যবসায়ীর
কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ১৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর পক্ষে ভোট কেনার টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ী খোরশেদ আলমকে (৫৫) পিটিয়ে হত্যা করেছে সহকর্মীরা।
সোমবার বেলা সোয়া ১১টার দিকে নগরীর কাটাবিল এলাকার রাগা বাদশাহর বাড়িতে ওই ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর কাছ থেকে কাটাবিল এলাকার হারুন মিয়া (৪৫) ও তার ছেলে তামিম (২২) স্থানীয় ভোটারদের নামে টাকা আদায় করার খবর এলাকায় ছড়িয়ে পড়ে। ওই খবর পেয়ে এলাকার খোরশেদ আলম টাকার বিষয়টি জানতে হারুনের বাড়িতে যায়।
এ নিয়ে বাগবিতাণ্ডার একপর্যায়ে হারুন ও তার ছেলে তামিম এবং তাদের সহযোগী কাজল ও জিলানী ক্ষিপ্ত হয়ে খোরশেদ আলমের ওপর হামলা চালায়। এতে তিনি মারাত্মক আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীর এক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাবা-ছেলেকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
কামাল উদ্দিন/এআরএ/আরআইপি