ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারে জঙ্গি সন্দেহে রোহিঙ্গাসহ আটক ৬

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৯:১০ পিএম, ১৯ মার্চ ২০১৭

কক্সবাজারের একটি গেস্ট হাউজ থেকে জঙ্গি সন্দেহে দুই রোহিঙ্গাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। রোববার রাত ৮টার দিকে সদর থানা ভবনের পিছনের গলির কস্তুরাঘাট এলাকার যমুনা গেস্ট হাউজ থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটক রোহিঙ্গারা টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শিবিরের শরনার্থী। শহরের বাঁকখালী নদীর তীরবর্তী এই গেস্টহাউজের একটি কক্ষে গোপন সভা করার সময় পুলিশ তাদের আটক করে।

আটক রোহিঙ্গারা হলো টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের এইচ ব্লকের ৬৯৮ শেডের বাসিন্দা মৃত দীন মোহাম্মদের ছেলে মৌলভী ইয়াছিন ও একই শিবিরের আই ব্লকের নজির আহমদের ছেলে মৌলভী নুরুল আমিন।

আটক অপর চারজনের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলো- কক্সবাজার পৌরসভার ইসলামপুর দক্ষিণ পাহাড়তলী এলাকার মোহাম্মদ আলীর ছেলে মৌলভী নুরুল হোসেন ও একই এলাকার মৃত লাল মিয়ার ছেলে নুরুল ইসলাম এবং পাহাড়তলী বাদশাহঘোনা এলাকার রশিদ আহমদের ছেলে হাফেজ মো. ইলিয়াছ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধ আন্তর্জাতিক মানবচপাচারকারী দলের সদস্য বলে জানা গেছে। সাগর পথে জাহাজ যোগে মানবপাচারে তারা জড়িত বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আটককৃতদের মোবাইল কল ও নিবন্ধিত নাম্বার চেক করা হয়েছে। তবে তারা জঙ্গিবাদে জড়িত কি না তা নিশ্চিত হতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।

সায়ীদ আলমগীর/এএইচ