চাঁদপুরে অভয়াশ্রমের জেলেদের জন্য চাল বরাদ্দ
জাটকা ইলিশ নিধন প্রতিরোধে পদ্মা-মেঘনার পাঁচটি অভয়াশ্রমে ১ মার্চ থেকে সকল প্রকার মাছ ধরা বন্ধ রয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই দুই মাসে চাঁদপুরের ৪১ হাজার ১৮৯জন তালিকাভুক্ত জেলের খাদ্য সহায়তার ছয় হাজার ৫৯০ দশমিক ২৪ মেট্রিক টন চাল বরাদ্দ মিলেছে।
রোববার এই বরাদ্দপত্র এসেছে বলে জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান জানিয়েছেন।
তিনি জানান, ইতিমধ্যে নদীর তীরবর্তী চারটি উপজেলার টিএনওদের কাছে ডিও প্রদান করা হয়েছে। শিগগিরই এসব চাল জেলেদের মাঝে বিতরণ করা হবে। বরাদ্দকৃত চাল প্রতি জেলেকে ৪০ কেজি করে চার মাস দেয়া হবে।
চাঁদপুর সদরে নিবন্ধিত ১৬ হাজার ৮৩৬ জন জেলের জন্য দুই হাজার ৬৯৩ দশমিক ৭৬ মেট্রিক টন চাল, হাইমচরের নিবন্ধিত ১৩ হাজার ৩৩ জন জেলের জন্য দুই হাজার ৮৫ দশমিক ২৮ মেট্রিক টন চাল, মতলব উত্তরে নিবন্ধিত সাত হাজার ৭২৬ জন জেলের জন্য এক হাজার ২৩৬ দশমিক ১৬ মেট্রিক টন ও মতলব দক্ষিণের নিবন্ধিত তিন হাজার ৫৯৪ জন জেলের জন্য ৫৭৫ দশমিক ৪ মেট্রিক টন চাল বরাদ্দ পায়া গেছে।
ইকরাম চৌধুরী/আরএআর/জেআইএম