হাবিপ্রবিতে দেশের তৃতীয় বৃহৎ আলপনা
পহেলা বৈশাখ উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দেশের তৃতীয় ও উত্তরবঙ্গের সর্ববৃহৎ আলপনা অঙ্কন করেছেন শিক্ষার্থীরা। আলপনাটির দৈর্ঘ্য ২৪ হাজার ৩০ বর্গফুট।
সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন এ বৃহৎ আলপনা পরিদর্শন করে এর উদ্বোধন করেন।
হাবিপ্রবি ফিল্প ফেয়ার এর উদ্যোগে ১০ এপ্রিল থেকে ছাত্রলীগ হাবিপ্রবি শাখা, অর্ক সাংস্কৃতিক জোট, ডিবেটিং ক্লাবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন আলপনা অঙ্কনে অংশগ্রহণ করে।
এসএস/বিএ/আরআইপি