ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে শহর রক্ষা বাঁধে ভাঙ্গন

প্রকাশিত: ০৯:০৮ এএম, ২৩ আগস্ট ২০১৪

বন্যায় পানির চাপে টাঙ্গাইল শহর রক্ষা বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে। শুক্রবার রাত থেকে কালিহাতী উপজেলার মহেলা এলাকায় বাঁধের কিছু অংশ ভাঙ্গতে থাকে। এতে আতঙ্ক দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।

কম্পার্টমেন্টালাইজেশন পাইলট প্রজেক্টের (সিপিপি) অধীনে টাঙ্গাইল শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। এবারের বন্যায় পানির চাপে এ প্রকল্পের কালিহাতী উপজেলার মহেলা এলাকায় বাঁধের কিছু অংশ ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে যায়।

শনিবার সকালে ভাঙ্গনের তীব্রতা আরও বেড়ে যায়। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সেখানে যান। তারা জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাঁধ এলাকার একটি গুচ্ছ গ্রাম এতে ক্ষতিগ্রস্থ হয়েছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ বলেন, এ বাঁধটি পুরোপুরি ভেঙ্গে পড়লে টাঙ্গাইল শহরে পানি ঢুকে পড়বে। তবে আমরা সকাল থেকেই ভাঙ্গন রোধে কাজ করে যাচ্ছি। আশা করছি, খুব দ্রুতই ভাঙ্গনের অংশ মেরামত করা সম্ভব হবে।