ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ০৯:৪৯ এএম, ১৩ মার্চ ২০১৭

১৩ ঘণ্টা পর সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে সেতুর টোলপ্লাজায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন রয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পারে গিয়ে দেখা যায়, সেতুর টোলপ্লাজা থেকে সয়দাবাদ মোড় পর্যন্ত পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন রয়েছে।

এর আগে রোববার হঠাৎ করে সেতুর টোল বৃদ্ধির কারণে চালকেরা বিভ্রান্তিতে পড়েন। এ কারণে  টোল আদায়ে সময় লাগে।  এতে রাত সাড়ে ৯টা থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়। সোমবার ভোর পর্যন্ত চলে তীব্র যানজট। সোমবার সকাল থেকেও দুপুর ১২টা পর্যন্ত ধীরগতিতে চলে যানবাহন। পরে যানাবাহনের চাপ কমে আসায় দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়ে গেলেও পণ্যবাহী পরিহনের দীর্ঘ লাইন দেখা যায় টোল প্লাজায়।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী ওয়াসিম সেখ জানান, সেতুর টোল বাড়ানো হয়নি। তবে নতুন ঠিকাদার কোম্পানির কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনসি) কর্তৃপক্ষ রোববার থেকে বিআরটিএর রেজিস্ট্রেশন সফটওয়্যারের মাধ্যমে টোল আদায় করছেন। এতে ব্লু-বুক অনুযায়ী চালকেরা যে টোল দিতেন রেজিস্ট্রেশন অনুযায়ী তার চেয়ে কিছু বেশি দিতে হচ্ছে। এটা ক্ষণিকের সমস্যা, দ্রুত ঠিক হয়ে যাবে।

Sirajgonj

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, সেতু কর্তৃপক্ষ বিআরটিএর রেজিস্ট্রেশন অনুযায়ী নতুন সফটওয়্যারে টোল আদায় করছেন। এতে আগের চেয়ে টোলের হার বৃদ্ধি পাওয়ায় চালকদের বোঝাতে সময় লাগে। এ কারণেই রোববার বিকেল থেকেই যানজটের সৃষ্টি হয়। রাতভর পুলিশি তৎপরতায় সকালের দিকে যানজট কিছুটা কমে আসে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/আরআইপি

আরও পড়ুন