ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে ট্রাকচাপায় পিয়ন নিহত

প্রকাশিত: ০৬:১৭ এএম, ১৩ এপ্রিল ২০১৫

বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল কাদের (৩৬) নামে জজকোর্টের চতুর্থ শ্রেণীর এক কর্মচারী (পিয়ন) নিহত হয়েছেন। সোমবার সকাল পৌনে ১০টার দিকে পোর্ট রোডে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদের বরিশাল সদর উপজেলর চাদপুরা এলাকার হোসেন আলীর ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিসহ চালক মো. আজিজকে (৪৮) আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর পোর্ট রোডে পণ্য খালাসের পর ট্রাকটি বান্দ রোড ট্রাকস্টান্ডে যাবার সময় লঞ্চ মালিক ভবনের কাছে বরিশাল জজকোর্টের পিয়ন আব্দুল কাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, এ ঘটনায় পুলিশ ট্রাকসহ চালককে আটক করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

এসএস/বিএ/পিআর