নরসিংদীতে বিরল প্রজাতির মাছ
নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের তুলাতলী গ্রামের একটি পুকুরে বিরল প্রজাতির তিনটি মাছ ধরা পড়েছে। রোববার বিকেলে অলিপুরা ইউনিয়নের তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, রোববার বিকেলে এ এইচ এম এমরান (সোহেল)’র পুকুর থেকে মাছ ধরার সময় বিরল প্রজাতির এ ৩টি মাছ জালে আটকা পড়ে। এ সময় পুকুরের মালিক সোহেলসহ আশপাশের লোকজন প্রথমে ভয়ে চমকে উঠে। এ খবর মুর্হুতের মধ্যে আশপাশে এলাকায় ছড়িয়ে পরলে মাছগুলো দেখতে অসংখ্য মানুষ ঘটনাস্থলে জড়ো হতে থাকে। খবর পেয়ে ছুটে আসেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার পাল।
মাছটি দেখতে সাঁপের মতো। শরীরের উপরের অংশে ডোরাকাটা দাগ এবং শরীরের একপাশ মসৃন ও উল্টো পাশ ধাড়ালো। এক একটি মাছের ওজন ৭-৮শ গ্রাম।
পুকুর মালিক এ এইচএম এমরান সোহেল বলেন, মৎস্য অধিদপ্তরের সহায়তায় মাছ ৩টি সংরক্ষনে রাখা হবে। মৎস্য কর্মকর্তা রিপন কুমার পাল বলেন, এটি আফ্রিকার প্রজাতির মাছ। আমার জানামতে এ ধরনের মাছ ১৫-২০ কেজি ওজনের হয়ে থাকে।
আরএস/আরআই