ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা বোমা নিষ্ক্রিয়

প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ০৭ মার্চ ২০১৭

কুমিল্লার চান্দিনায় বাসে তল্লাশিকালে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে দুই জেএমবি সদস্য। এসময় আটক জেএমবি সদস্য জহির ও হাসানের কাছ থেকে ৬টি বোমা উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকেলে এসব বোমা নিস্ক্রিয় করেছে বোমা বিশেষজ্ঞ দল।

হাইওয়ে পূর্বাঞ্চলের পুলিশ সুপার রেজাউল করিম জানান, বোমা বিশেষজ্ঞ দল উদ্ধার করা বোমা গুলি মহাসড়কের পাশে নিস্ক্রিয় করেছে। এসময় বিকট আওয়াজে বোমা বিস্ফোরিত হয়, এতে বুঝা যায় ওই সব বোমা অতিমাত্রায় শক্তিশালী ছিল, যাতে পুলিশ সদস্যদের মৃত্যুর সম্ভাবনাও ছিল।

তিনি আরও জানান, পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট এ ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে, আটক জঙ্গি জসিম ওরফে জহিরের পূর্ণাঙ্গ পরিচয় এখনও জানা যায়নি। অপর জেএমবি সদস্য চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট গ্রামের মৃত মোহাম্মদ হোসাইনের ছেলে হাসানকে পুলিশ হোফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অন্যদিকে, সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলের পাশে পানি থেকে আরও একটি বোমা উদ্ধার করেছে।

প্রসঙ্গত, হাইওয়ে পুলিশ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশিকালে জেএমবি সদস্য জসিম ও হাসান ‘আল্লাহ আকবর’ ধ্বনি উচ্চারণ করে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা চালায়। কিন্তু ওই বোমা বিস্ফোরিত না হওয়ায় প্রাণে বেঁচে যান অভিযানে অংশ নেয়া পুলিশ সদস্যরা।

কামাল উদ্দিন/এআরএ/জেআইএম