ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুনিও হত্যা : ৫ জঙ্গির ডেথ রেফারেন্স হাইকোর্টে

প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৭ মার্চ ২০১৭

রংপুরের চাঞ্চল্যকর জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়েছে।

রংপুরের বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রথীশ চন্দ্র ভৌমিক বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়েছে।

তিনি বলেন, সাধারণত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসির রায় কার্যকরের পূর্বে হাইকোর্টের অনুমতির প্রয়োজন হয়। ডেথ রেফারেন্সের পাশাপাশি বিচারিক আদালতের ফাঁসির রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করে থাকেন।

এখন সরকার যদি অগ্রাধিকার ভিত্তিতে এসব ডেথ রেফারেন্সের শুনানি করতে চান তাহলে রেজিস্ট্রার কার্যালয় প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে থাকে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলায় পাঁচজনকে ফাঁসির দণ্ড দেন রংপুরের বিশেষ জজ আদালত।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, জেএমবির পীরগাছার আঞ্চলিক কমান্ডার পীরগাছা উপজেলার পশুয়া টাঙ্গাইলপাড়ার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী (২১), একই এলাকার জেএমবির সদস্য ইছাহাক আলী (২৫), বগুড়ার গাবতলী এলাকার জেএমবির সদস্য লিটন মিয়া ওরফে রফিক (২৩), গাইবান্ধার সাঘাটার হলদিয়ার চর এলাকার সাখাওয়াত হোসেন (৩২) ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পলাতক শিক্ষার্থী আহসান উল্লাহ আনছারী।

এছাড়া এই মামলা থেকে পীরগাছার কালীগঞ্জ বাজারের জেএমবির সদস্য আবু সাঈদকে (২৮) বেকসুর খালাস দেন আদালত।

জিতু কবীর/এএম/জেআইএম