ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনা : বাসচালক বরিশাল থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:০৫ এএম, ১১ এপ্রিল ২০১৫

ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহতের ঘটনার পর দায়ের হওয়া মামলার আসামি বাসচালক মো. জাকির হোসেনকে বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা হাইওয়ে পুলিশ। শনিবার দুপুর দেড়টার দিকে তাকে গ্রেফতার করে ভাঙ্গা থানার উদ্দেশ্যে রওনা হয় পুলিশ।

গ্রেফতার চালক মো. জাকির হোসেন (৪০) পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রহমতপুর নীলগঞ্জ গ্রামের জয়নাল আবেদিন হাওলাদারের ছেলে। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন সরকার জানান, বুধবার রাত নয়টা ঢাকা থেকে পটুয়াখালী জেলার কলাপাড়া উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওয়ানা হয়েছিল সোনারতরী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪৭০৭৪) গাড়িটি।

পথিমধ্যে রাত দেড়টায় ভাঙ্গা উপজেলার কৈডুবি নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারলে একটি গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ২৩ জন পরবর্তীতে আরো ২ জন মিলিয়ে ২৫ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন।

এ ঘটনায় ৯ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টায় ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের এসআই মমিনুল হক বাদী হয়ে চালক মো. জাকির হোসেনকে আসামি করে মামলা করলে তাকে দুপুরে বরিশাল থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, ওই দুর্ঘটনায় চালক আহত হলে তাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এমএএস/আরআই