দুই আওয়ামী লীগ নেতার পা ভাঙলো পুলিশ!
যশোরে আওয়ামী লীগ ও কৃষকলীগের দুই নেতাকে বাড়ির পাশ থেকে তুলে নিয়ে পুলিশ লাইনে বাঁশকল (বাঁশ দিয়ে ডলা) করে পা ভেঙে দিয়েছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুই নেতাকে রাত ৯টা ৫০ মিনিটে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন সদর উপজেলার দাইতলা গ্রামের মৃত ওলিয়ার রহমানের ছেলে আওয়ামী লীগ নেতা হাসান আলী (৩৭) এবং জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতেপুর শাখার আহবায়ক আফরুজ্জামান আফরু (৩৯)।
হাসপাতালে চিকিৎসাধীন আফরু ও হাসান জাগো নিউজকে জানান, তাদেরকে রাত ৭টার দিকে বাড়ির পাশ থেকে তুলে নিয়ে যায় সদর উপজেলার চাঁদপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জামান। এরপর তাদেরকে যশোর পুলিশ লাইনে নেয়া হয়। সেখানে তাদের পায়ের উপরে ও নিচে বাঁশ দিয়ে ৪/৫ জন পুলিশ একাধিকবার উঠে ঝাঁকি দেয়। এতে তাদের দুই জনের বাম পা ভেঙ্গে যায়।
পা ভাঙ্গার বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আক্তারুজ্জামান মির্জা।
এদিকে, যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী জাগো নিউজকে বলেন, তাদের পুলিশ গ্রেফতার করেননি। স্থানীয় লোকজন গণধোলাই দিয়েছেন। তারা দু’জনেই ৭ এপ্রিল খুন হওয়া বাস্তুহারা লীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মঞ্জুর রশিদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
এমজেড/বিএ/আরআই