বান্দরবানে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক
বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সৌজন্য সাক্ষাত ও পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সীমান্তের ঘুমধুমে বিজিবি-বিজিপি সেক্টর কমান্ডার পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় ।
বিজিবির কক্সবাজারস্থ সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, বৈঠকে উভয় দেশের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে বিরাজমান বিভিন্ন সমস্যা দূরীকরণ এবং পারস্পরিক যোগাযোগ আরও বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ১৪ সদস্য বিশিষ্ট দলের নেতৃত্ব দেন বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ খালেকুজ্জামান।
অপরদিকে মিয়ানমারের পক্ষে ৯ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিপির মংডু সেক্টরের কমান্ডিং অফিসার কর্নেল মিউ সুই।
এমজেড/বিএ/পিআর