ফরিদপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৩ জন। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্বসদরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এদের মধ্যে মারাত্মকভাবে আহত সাতজনসহ ২০ জনকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরদার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী সোনারতরী নামের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে রাস্তার পাশে বড় একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ২০ জন। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও পাঁচজন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘনাস্থলে ছুটে যান। তারা উদ্ধার তৎপরতা চালান। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার বেলাল হুসাইন জানান, দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।
মহাসড়কে কর্তব্যরত ঘটনার প্রত্যক্ষদর্শী আনসার সদস্য সাইদুর রহমান ও স্বপন হাওলাদার জানান, দ্রুতবেগে গাড়িটি গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দু’ভাগ হয়ে যায়।
দুর্ঘটনা কবলিত বাসের যাত্রী পটুয়াখালীর আইয়ুব জানান, বাসের চালক ঘুমিয়ে পড়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
বিএ/এআরএস/আরআই