ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝালকাঠিতে ঝড়ে ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ০৩:১৩ পিএম, ০৮ এপ্রিল ২০১৫

ঝালকাঠি জেলায় ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে গাছ-পালা, কাঁচা বাড়ি-ঘর ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঝড়ে বিভিন্নস্থানে কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়। গাছপালা উপড়ে পড়ে। এসময় জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঝড়ের এ তাণ্ডবে পুরাতন কলেজ খেয়াঘাট, পৌরসভার খেয়াঘাটসহ বিভিন্নস্থানের নৌযান বন্ধ থাকে।

 বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের বিভিন্নস্থানে গাছ উপড়ে পড়ে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ ছিল। বোরো ধান, ভুট্টা, গম, আম, সূর্যমুখী, তরমুজ, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ধরনের ফসল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে প্রচণ্ড ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। এতে জেলা সদরসহ নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় বোরো ধান, ভুট্টা, গমসহ বিভিন্ন ফসল ও আমের ব্যাপক ক্ষতি হয়। কয়েকটি কাঁচাঘরও বিধ্বস্ত হয়েছে।

সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান আকন্দ জানান, শিলাবৃষ্টিতে ইউনিয়নের কয়েকটি গ্রামের ভুট্টা ও বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

এসএইচএ/ এমএএস/আরআইপি