জাতীয় গ্রিডে সমস্যা : বিদ্যুৎ বিচ্ছিন্ন সাতক্ষীরা
জাতীয় গ্রিডে সমস্যার কারণে রাত ৩টা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাতক্ষীরা জেলা। একইসঙ্গে বিদ্যুৎ বিচ্ছন্ন রয়েছে পার্শ্ববর্তী খুলনা জেলার পাইকগাছা ও কয়রা উপজেলা।
এদিকে রাত ৩টা থেকে টানা বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে ভোগান্তিতে পড়েছে মানুষ।
শহরের আমতলা মোড় এলাকার কলেজছাত্র সোহাগ হোসেন জানান, বিদ্যুৎ না থাকায় নিত্য প্রয়োজনীয় কাজে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে।
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস জাগো নিউজকে বলেন, জাতীয় গ্রীডে সমস্যার কারণে সাতক্ষীরা জেলার কোথাও বিদ্যুৎ নেই। পার্শ্ববর্তী খুলনা জেলার পাইকগাছা ও কয়রা উপজেলাতেও বিদ্যুৎ নেই।
তবে এখনো সমস্যা চিহ্নিত করা সম্ভব হয়নি। ইঞ্জিনিয়ার টেকনেশিয়ানরা চেষ্টা করছেন সমস্যা চিহ্নিত ও সমাধান করার। কখন নাগাদ এ সমস্যার সমাধান হবে সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
আকরামুল ইসলাম/এফএ/আরআইপি