ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টেকনাফে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ০৪:৩২ এএম, ০২ মার্চ ২০১৭

কক্সবাজারের টেকনাফ থেকে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১২ কোটি ৩০ লাখ টাকা বলে জানা গেছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সাবরাং বাজারের কাছে লবণ মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ লাখ ১০ হাজার ইয়াবার চালানটি জব্দ করা হয়।
 
বিজিবি-২ ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, ভোর সাড়ে ৪টার দিকে কয়েকজন পাচারকারী ইয়াবার চালান নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছিল। এসময় সাবরাং বাজারের কাছে লবণ মাঠে বিজিবি সদস্যরা ধাওয়া করলে পাচারকারীরা ইয়াবার ব্যাগটি মাঠে ফেলে পালিয়ে যায়।

পরে গণনা করে ব্যাগ থেকে ৪ লাখ ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১২ কোটি ৩০ লাখ টাকা। জব্দকৃত ইয়াবা বিনষ্টের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

সায়ীদ আলমগীর/এফএ/আরআইপি